নীল স্বপ্ন এক

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

মিলটন সফি
এ জীবন প্রাণহীন নীল স্বপ্ন এক নীল রক্তের ধবল প্রবাহে ছিন্ন-ভিন্ন বুকের পঁাজর স্তমিতঃ অষ্টপ্রহর, নিরন্ন চিন্তাধারা, ভালোবাসা অবহেলিত নিষ্পলক চোখ, লোভাতুর করদেশ, একশ্বরের কালো হাতে সাজানো মানচিত্র, ফুলেল শপে বারুদের গন্ধ ওড়না বিহীন স্কুলছাত্রী, প্রতিটা স্তরে স্তরে গোগ্রাসে গিলে নিতে ওত পেতে আছে হিংস্র অজগর শিকারির গুলিতে ডানা ঝঁাপটাতে ঝঁাপটাতে মরে হংস বলাকারা, পাখি হত্যা পাপ নয় শিল্প বলে প্রশংসিত হয়, অজস্র শিল্প নিয়ত, শিল্পিত মানুষ নাই।