শুনেছি আমি

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

গুলশান ই-ইয়াসমিন
শুনেছি আমি শুনেছি যে ভোরের অরণ্যের মাঝে কুজনের শুনেছি শুনেছি পদ্মা নদীর ভাটিয়ালীরÑগানÑ ভজন দুঃখী মানুষের বেদনার গান শুনেছি আমি শুনেছি অবিরাম দেখেছি রোদ্রের মাঝে পথের শিশুদের গান গাওয়া দেখে আমি শুনেছি আমি বৃক্ষ দোলনায় বস্তির শিশুরা শুনেছি আমি বাউলদের বাউল পাড়ায় মধুর সুরে মধুর গান গাওয়া শুনেছি আমি বাদ্য যন্ত্রের জল তরঙ্গের মিষ্টি কানে ভরপুর শুনেছি আমি শুনেছি সে সুমুধুর সুর বিবিধ রকম বাদ্যের সুর বিশ্বের মাঝে বিবিধ সাজে।