জননী

প্রকাশ | ০২ নভেম্বর ২০১৮, ০০:০০

মো. জামাল হোসেন
একজন জননী, বাঙালির মুক্তি। জননীর বুদ্ধি, বাঙালির শক্তি। জননীর মমতায়, বাঙালির শান্তি। দুগার্র ত্রিশূলে, অসুরের শাস্তি। শিক্ষার আলোতে, বাঙালির মাথা। আজ উঁচুতে, কৃষকের ফসলে। হাসি তার মুখেতে, আর নয় মন্দা, কাজের নিশ্চয়তা। একজন জননী, বাঙালির মুক্তি। আর নয় অন্ধকার, বাঙালির অধিকার। পদ্মার সেতুতে বাঙালির ইতিহাস।