কষ্ট কাব্য

প্রকাশ | ২২ অক্টোবর ২০২১, ০০:০০

জাকির আজাদ
আমি দুঃখ পুষি নাতো দুঃখ আমায় পোষে, কাছের কিছু ভুলের জন্য অষ্টপ্রহর দোষে। সময়ের সঙ্গে তাল রেখে রঙে ঢঙে জোশে, জীবন থেকে সব মাধুরী ক্রমান্বয়ে চোষে। আমি কষ্ট পুষি নাতো কষ্ট ফেলে টোপে, সব ব্যথাতুর স্মৃতিগুলোর রেখে আঁধার ঝোপে। রক্তাক্ত করে কোমল মন যন্ত্রণারই কোপে, ব্যর্থ জীবন নিয়ে ঠেকায় হাহাকারের তোপে।