স্মৃতিদগ্ধদিন

প্রকাশ | ২২ অক্টোবর ২০২১, ০০:০০

সমীর আহমেদ
দগ্ধমাঠে ঘুরে বেড়ায় একটি মৃত মৌমাছি, কখনো ফিরে যায়, ধু ধু প্রান্তরের দিকে, আবারও ফিরে আসে। শৈশবে দেখা কিছু সবুজ ঘাস, মার্বেল, ডাংগুলি, তাস, ভাঁজ করা সিগারেটের খালি প্যাকেট, খেলার মাঠের কোলাহল গেঁথে আছে মগজের ভেতর। আজ আলো ম্স্নান করে উড়ে যায় মেঘের পাহাড় ঘন অন্ধকারের দিকে। ঘাসফড়িংয়ের পোড়া দেহ বুকে নিয়ে ঘুমিয়ে পড়েছে গ্রামের বিরাণ পথ। ফুলের মঞ্জুরি থেকে সংগৃহীত রসে শেষ লালাটুকু ঢেলে মৃত মৌমাছি উড়ে যাচ্ছে বৈষম্যহীন মৌচাকের দিকে।