বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আনন্দ বেদনার যাত্রী

শিউল মনজুর
  ২২ অক্টোবর ২০২১, ০০:০০

মগ্নতায় নগ্নতায় ছেঁড়াপাতার

ছেঁড়াগল্পের ধুলোমলিন অক্ষরগুলো

জানালার পাশঘেঁষে উঁকি দিয়ে যায়...

অথচ, অন্যজলে অন্যরেখায়

লালশাপলার বিল ছুঁয়ে দূরের পথে হেঁটে যায়

বহুমাত্রিক প্রতিভা নিয়ে আনন্দ বেদনার যাত্রী

রূপালী জংশনের সাবিত্রী

সে তো আজকাল, পরীর মতো ডানামেলে উড়ে

ঢাকা থেকে কলকাতা কিংবা মস্কো থেকে বার্লিন

এবং রঙের উর্বরতা নিয়ে ভূমিষ্ঠ হয়ে ভেসে যায়

বন্দর থেকে বন্দরে, নগর থেকে নগরে

আর আমি সাবিত্রী ডেকে ডেকে না সকাল না বিকাল

পথে পথে অপেক্ষায় অপেক্ষায় সন্ধ্যা আলোয় পেরিয়ে যায়

দেশান্তরী যাপন, কেবলি দূরেই থেকে গেল সে-

কবে যে দেখা হবে আবার, কলমিলতার আঙিনায়

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে