অস্থির আগুন

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
কবে থেকে সে জ্বলতঁহি! পুড়ে যায়! আরও হাওয়া বাড়তে বাড়তে সে-আগুন Ñদিগন্ত প্রসারী! শুধুই সে নারী? সে-কারণে অগ্নিতে জ্বলছেই! তত্ত¡জ্ঞানহীন বিবেচনা শূন্য হয়ে বঁাশ-বেত খেঁজুর পাতার ঝঁাপি খুলে তঁাতযন্ত্রে অসূয়া বুনতে বুনতে হায় যারা দোকানি হয়েছে! তারা আরওÑ কী ভয়াবহতার ভেতরে পুরনো খাতায় হিসেব খুলেছে! কালজ্ঞ হিসেবে ছায়ায় ছায়ায় আগুন আরও উষ্কখুষ্ক আরও অস্থির ও চঞ্চল হয়ে পড়ছে!