সেই তুমি আমি

প্রকাশ | ০৬ জুলাই ২০১৮, ০০:০০

আদ্যনাথ ঘোষ
সেই তুমি আমি আজো আছি নেই শুধু তোমাকে এক পলক দেখার আমাদের সেই সব দীঘর্ প্রলম্বিত প্রতীক্ষার দিন। তোমাকে কাছে পেতে বহুপথ হেঁটেছি ধুলোয় ধুলোয় ধূসর হয়ে কখনও বা শ্রাবণের বৃষ্টিতে ভিজেছি। সহসা একদিন তিযর্ক বষের্ণ একটি ছাতার তলেও ভিজেছি দু’জনা আহা! সেই দিন যেন জীবনের সবটুকু পাওয়া আজ দেখো ছাতা নয় একই ছাততলে একই বিছানায় পাশাপাশি শুয়ে আছিÑ নদীজলে যেন ভেসে যায় এক জোড়া লাশ! তাই ভাবি- চমকের নেশা কীভাবে ছুটে গেছে তুমি আমি তার যেন কিছুই জানিনা তবুও উঠে আসে বড় বড় দীঘর্শ্বাস।