বন্দি চেয়ার

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
সেন্ট হেলেনাতে বন্দি জীবনে কখনো ভাবোনি তুমি তোমার চেয়ারও বন্দি হবে একদিন বার বার ওয়াটারলুর কথা মনে করে তৃষ্ণাতর্ হয়েছো কি নেপোলিয়ান? আরেকবার যদি যাওয়া যেত ডোভার ক্যাসেলের দেয়ালে পরাজয়ের কাহিনী লিখতে গিয়ে ভুল করে গেয়েছে ওরা বীরত্বগাথা লিখে ফেলেছে তোমার হাতে তাদের সকরুণ পযুর্দস্ত হওয়া কেউ পরাজিত হয় না জেনো বীর ইতিহাস যতদিন না তাকে পরাজিত করে তোমার কথা ভেবে ভেবে দেখো মেইডস্টোন মিউজিয়ামে বন্দি চেয়ার একা একা কঁাদে কঁাচ-ঘরে