সেলফিচিত্রের তুমি

প্রকাশ | ০৯ নভেম্বর ২০১৮, ০০:০০

জে এম আজাদ
কি নিবিড় গাঢ় চোখ তোমার ঐ চোখে অঁাকা থাকে সমুদ্র আল্পনা বুনো রক্তের আকরে অঁাকা সেলফিচিত্রের তোমাকে দেখে নিজেকে এক ধ্বস্ত জোনাকি মনে হয়; মনে হয় এ কোন অচিন আগুন যার অঁাচ এসে লাগে এই বুকের সিন্দুকে। তোমাকে দেখে এভাবেই আমার ঘরদোর খুলে যায় এভাবেই আমার স্মৃতির তৈজস থেকে নেমে আসে পুরনো যত সব নুড়ি ও পাথর মগ্নতায় মোড়ানো বয়ঃসন্ধিকাল। তোমার ঐ জোড়াচোখ, জলদ্রব নিভৃত পূণির্মায় এই মন মিস্তরীর নমন হয়েছে বহুকাল আগেই, এখন বীজতলা পেয়ে ঘটে গেছে অনিরুদ্ধ রোপণ এখন এই ঘরের বগার্য়, কড়িকাঠে খোদাই করে কেবল তোমাকে অঁাকি। তোমার ঐ চোখের কাজল, কানের লতিকার মাপে মাপে বিচ্ছুরিত হচ্ছে আলো বিদ্যুৎ মগ্নতার বুনোচোখ দিয়ে দেখে দেখে তোমায় আমি যেন এখন এক পাথুরে প্রীতিলতা অসার হয়ে কেবলই দুলছি নিজেরই যতেœ গড়া এই প্রসন্ন মঞ্জিলে।