সাধ হয়

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

সুজাউদ্দিন কায়সার
আমার বোধহয় এ মাটিতেই বিছানা হবে পলকা বাতাস ঝিলমিলে হাওয়ায় যাবেÑ কষ্টগুলি পায়ে-পায়ে ছায়া রচবে দূরগামী-বিষয়ের মধ্যে বিষয়: সিদ্ধান্ত গুঁজে দিয়েÑ অপবাদ পরিচয় আর প্রয়োজন গলিয়ে রাশ রাশ চুমে চুমে অপ্রোয়জন স্বাদ পুড়াবে অচ্ছুত থেকে বিসংবাদ ছুটে যাবে পতিত থেকে সানাতন এ ছায়া জল আগুন সমপাত হবে আমার সাধহয় এ মাটিতেই মোহনা রবে