বৃষ্টির মতো মধুর মধুর লাগে

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
গগন হরকরার গান-স্মৃতি আকাশ দেয়ালে ভাসে যেন গগনায়নে রবিঠাকুরের গীতিমাল্য সুরের খেয়ায় ছুটে আসে আকাশ পাড়ে বকুল ফুলের মতো হাসতে হাসতে স্মৃতিরা শুধু জাগে যেন না পাওয়ার আনন্দটাই বৃষ্টির মতো মধুর মধুর লাগে; গৌরবের অধ্যায় পেরিয়ে এমন চলে যায় আকাশের অনিবাযর্ এক প্রান্তে যেখানে রবিঠাকুরের গান আগুনের পরশমণির মতো জ্বেলে যায় জীবন প্রদীপ অবিশ্রাপ্তেÑ আমার এ হৃদয় তখন আকাশের মতো হাসে আবার বৃষ্টির মতো কঁাদে যেন মনে হয় জীবন বদলে যায় নিক্তির মতো অজানা গন্তব্যে এ হৃদয় খুঁটিহীন সেতু বঁাধে আকাশ মেঘের মতো আমি ভেসে ভেসে যাই আনন্দ ধারার দেশে যেখানে রোদ বৃষ্টি তারা নক্ষত্র জীবন আজীবন মেলে যায় এক বিন্দুতে এসে