স্তম্ভিত আত্মার ধূম্রজাল

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

মাজেদুল হক
আত্মনিষ্ঠার টানাপোড়ন নিবার্ক সব মলিন চাওয়া-পাওয়া পরাবাস্তব মহিমায় ঢিমেতেতালে বাজতে থাকে স্বীয় অন্তরণে। প্রতিহিংসা, ক্লেদ, অহমিকা নিঃস্ব করে দেয় হৃদ্যতা আন্তরিকতা মানবতা। নিরুৎসুক স্বপ্ন বিলাসের সৌম্য বেদনায় অভিসিক্ত বতির্ষ্ণু কষ্টে জজির্রত বিরহ কান্নায় ব্যাকুল। বঁাচার ব্যথর্ প্রয়াসে স্তম্ভিত, হতবাক শতবাধা বিপত্তি পেরিয়ে ধূম্রজালের শৃঙ্খলে আটকে থাকে আত্মশুদ্ধির বন্ধন...।