একবার যাও দেখে

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

আলমগীর খোরশেদ
কনক্রিটের টাইলসে বঁাধানো ছবিতে লাইনে দঁাড়িয়ে দেয়া ফুল ঠেলাঠেলি করে, শোকের ব্যানার আনতে হয় না ভুল। ফেসবুক, স্ট্যাটাস ছবি পোস্ট এতেই কি দায়িত্ব শেষ? মননে, আত্মায়, চেতনায়-মুজিব সবার উপরে দেশ। দু’চোখের কোণে শিশির বিন্দু সিঁড়িতে পিতার রক্ত, গড়িয়ে যায় বুড়িগঙ্গা মধুমতি কঁাদি তোমার ভক্ত। ছাব্বিশে মাচর্, ষোলই ডিসেম্বর পনের আগস্ট-ই সবশেষ বুঝেনি ওরা কি হারালো কলংক পেলো দেশ। লোক দেখানো মুজিব প্রীতি আগাছায় তোষামোদ বাড়ে, বিকৃত হয় আসল ইতিহাস দোষটা দিবো কারে? নাম ভাঙ্গায়ে চলতে চায় তোমার নীতি রেখে, টুঙ্গিপাড়া থেকে এসো পিতা একবার যাও দেখে।