উপেক্ষা

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

মিতা সালেহ উদদীন
কেন যাও মুছে হৃদয়ের গভীরে এসে। কেন বলো গোপনে যাবে যদি চলে। কেন ভুল করে চোখের তারায় ভাসলে। কেন অচেনারে তুমি হাতছানি দিয়ে ডাকলে। কেন ছায়া হয়ে কল্পনায় জড়ালে। কেন মিষ্টি হাসিতে বিরূপ ছড়ালে। কেন বাতাসে ভেসে অন্তরে কঁাপন ধরালে। কেন উদ্বেলিত সময়কে উপেক্ষা করলে। কেন মনের অরণ্যে এত রূপ ঝরালে\