প্রেম সিরিজ ৫৯

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

সমীর আহমেদ
বিষণœতার নোটবুক হয়ে চুপচাপ এভাবে শুয়ে থাকো কেন? যতবার উল্টাতে যাই ভেতরের পাতা, আমি ভেঙেচুরে যাই, নুড়ি-পাথরের মতো। সব পৃষ্ঠা থেকে মুছে ফেলো নীল নীল অক্ষর। তারপর চলো, কোথাও যাই। নিরিবিলি বসি মুখোমুখি। এবার শুধু গল্প হবেÑ ভরা মাঠের, সবুজ ঘাসের; স্বপ্নময় জোছনায় পাখিদের উড়ে যাওয়ার দৃশ্য গেঁথে নেবো চোখের ভেতর। এখনো হাত ধরে যেতে পারি বহুদূর পথ, আশার বালিয়াড়িতে জেগে আছে অগণিত সমুদ্র কোলাহল।