ফঁাপা নলের ছিপ

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

স্বপ্নীল ফিরোজ
আকাশের ওপার থেকে ছিপ ফেলেছি পৃথিবীতে, ধীবর রাজ, বলো, কোথায় তোমার মৎস্যগন্ধা? কোন যমুনার জলে? শূন্যতায়, ফঁাপা নলের ছিপে আজ ভর করেছে পূণির্মা। অসংখ্য পদ্মগন্ধে আজ ভরে যাবে জগৎ, রক্তজবার পাপড়ি মেলো প্রিয়তমা। অন্ধের ষষ্ঠ ইন্দ্রিয়ের অঁাড় পেতে রেখেছি তোমার পায়ে পায়ে। তবু পাও না সাড়া ¯œায়ুর তারে? তবে কি পরম নিস্তব্ধতার নিরাক এক হিমযুগ এখন পৃথিবীতে? মহাবিশ্বের সব অন্ধকার বুকে নিয়ে ছিপ ফেলে বসে আছি একা। টোপ তার যোজনগন্ধা। ঘুমন্ত মাছের চোখও থাকে পলকহীন। বণের্-গন্ধে আকৃষ্ট করে না এমন ঘুমযুগ কি তবে আজ পৃথিবীতে? নাকি আমার সমুদ্রচোখে নুনের আধিক্যের বৃষ্টিতে ভেসে গেছে সব মাছ আকাশগঙ্গায়? সেখানে কি গহীন মিঠা জল? সঁাতার কাটো প্রিয়তমা, রূপালী অঁাশে নুনের রেখা মুছে যেতে যেতে আমি গুছিয়ে নেবো সূযের্র ধারাপাত।