যদি আর ফিরে না যাই

প্রকাশ | ১৬ নভেম্বর ২০১৮, ০০:০০

তানিয়া লাইজু
যদি আর ফিরে না যাই, থেমে যাবে কি সময়ের কঁাটা? আকাশের নীলগুলো কি রং হারাবে? সবুজ পাতাগুলো কি ঝরে পড়বে ইচ্ছে করে? একদিন ঠিক উড়ে যাবো ফানুসের মতো। আমার শূন্যতা পূরণ হবে অযাচিত বাতাসে। পৃথিবীর ঘূণর্ন থেমে যাবে না এক নিমিষের জন্যও। কারও তুমুল অশ্রæতে বৃদ্ধি পাবে না মহাসাগরের সামান্য উচ্চতা। কে কার খবর রাখে? শুধু মহাকালের মহাযাত্রায় মেলায় সবাই পা।