হঠাৎ সিরিজ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

আলমগীর রেজা চৌধুরী
১. এক হরীতকী গাছের কাছে ঋণের পোস্টার গেঁথে দিই অনন্তকালব্যাপী শুধু দুঃখই পাই স্বপ্নবিলাসী মন চিরদিন দুঃখ পেয়ে যায়। ২. এমনি করে পাখি যায় আবার আসে পক্ষীপ্রেমিকের মতো। অথচ, আমার হৃদয়ে বসন্ত বলতে কিছু নেই প্রেম বলতে কিছু নেই। ৩. পথে হারানো সব কথা তোমার কপোলে জমেছিল শিশিরের মতো বিন্দু বিন্দু করে তবু কৃষ্ণচূড়ার লজ্জা ভাঙেনি পুরনো প্রেমিক দুঃখ করেনি দীঘর্কাল ল্যাম্পপোস্টের মতো দঁাড়িয়েছিল বেহায়া অগ্নিপুরুষ।