না সংসারে না গিটারে

(প্রিয় সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে)

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

স.ম. শামসুল আলম
না সংসারে না গিটারে তোমাকে পাব না ফিরে ঘুমন্ত শহরের বারান্দা শূন্য গ্রামগুলো নীরব নিথর বাতাস কেঁদেছে আজ ভারী বৃষ্টিপাত যেন আকাশের অঁাচলে জড়িয়ে চঁাদ ঘুমিয়ে পড়েছে জোছনা দেবে না তারাগুলো হাহাকারে নিভে গেছে কেরোসিন ফুরোলে যেমন চেরাগ জ্বলে না স্বপ্নের ভেতরে জেগে থাকা বিষণœ ময়ূর নিষণœ পেখম মেলে খেঁাজে নিভর্রতা চিরচেনা স্রোতস্বিনী বুক জুড়ে অসমাপ্ত তৃষ্ণা চঞ্চলতা নেই পাখিদের গানে গেয়ে উঠবে না রুপালি গিটারে তোমার সোনালি কণ্ঠ ‘সেই তুমি কেন এত অচেনা হলে’ ‘এখন অনেক রাত’ ‘সেই তারা ভরা রাতে আমি পারিনি বুঝাতে’ ‘আমি বারো মাস তোমায় ভালোবাসি’ এর চেয়ে ভালোবাসা আর কতখানি হতে পারে আমার নিষাদ নগরে বিষাদ শুধুু একটি ফুটন্ত ফুল ঝরে যাওয়া মানে তার সকল সুগন্ধ থেকে চিরকাল বঞ্চিত হওয়া তবুও তোমার জন্য শোক ব্যাকুলতা জানি তুমি আর ফিরবে না কোনোদিন না সংসারে না গিটারে।