নিবার্ক প্রশ্ন

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

মিজানুর রহমান মিথুন
ভাবছি তুমি এতো হিংস্র হলে কি করে? নিশিতের স্বপ্ন জাগানিয়া পুষ্পিত প্রহরে বিষ মেখে আমায় দিলে। বেদনা হত নীল দংশনে আমি বার বার মুষড়ে পড়ি। ভেবে ভেবে নিথর হয়ে যাই। তুমি এত হিংস্র হলে কি করে? যে তোমার নিঃশ্বাসে, প্রশ্বাসে মিশ্রিত ছিল শত আশ্রয়, দৃষ্টির মুগ্ধতায় বিদ্ধ হয়েছি, আশান্বিত হয়ে তোমার পোতাশ্রয়ে, ফেলেছি নোঙর। তুমি ইস্রাফিলের শিঙ্গার ফুৎকারে সব ধুলিস্মাৎ করে দিলে, তুমি এত নিষ্ঠুর হলে কি করে।