নিঃসঙ্গ শৈল সমুদ্রে

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

সমর চক্রবতীর্
অস্থির জলতরঙ্গও স্থির হয় একদিন নদী জানে বুক থেকে কত জল নেমে গেলে হৃদয়ে জমা হয় বালুকাময় হাহাকার স্রোত বদলে উজানে জেগে ওঠে এক নিজর্ন দ্বীপ সহাস্য শরীরে কল্লোল তুলে সে উন্মুখর অস্থির বোবা মাছ ডুবে থাকে জলে জোছনায় বিচ্ছুরিত ফেনিল তরঙ্গে ভাসে থরোথরো কম্পমান যোনি আগ্নেয় লাভাস্র্রোতে বদলে যায় নক্ষত্রের কক্ষপথ কে সে জড়ো করেছে বুকে এমন পাথর প্রবাল? রেখেছে নিজেকে নিমজ্জিত সমুদ্রের অতল জলে গম্ভীর সেই প্রহরে আমার নেই কিছু অধিকার রাত্রির আকাশে যা কিছু উত্তুঙ্গ নক্ষত্র হয়ে জ্বলে জানি না মহিমা তবু আধিপত্য হোক অফুরান বাজুক শরীরে মন্দিরের ঘণ্টা মাধুযের্ বিহŸল ঋতুভাষা ভুলে যাবো, ভুলে যাবো বীজ বপনের আশা ভেনাসের জন্ম হোক তবুÑনিঃসঙ্গ শৈল সমুদ্রে