নীল ধ্রæবতারা

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

রোমুনুর রোমান
কষ্টের কালি, ধূসর সোনালি যেখানেই যায় ছড়িয়ে, সেখানে শুধু, হারিয়ে মধু কষ্টই বেড়ে চলে। আমি সেই কষ্টের কালিঝুলি খেলি। প্রতিনিয়ত শিখি কষ্ট এড়িয়ে চলা। মাঝে মাঝে দেখি, কতোকে সেকি কষ্টের রং ছটা। ভালো আছি আমি তাও ভালো নেই তারা, হয়ে আছে সমাজে নীল ধ্রæবতারা।