আমি অনন্তের

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

জে এম আজাদ
এই দেহে কষ্টি ঘষে ঘষে কি দেখ? তোমাকে না পাওয়ার ক্ষত, নৈঃশব্দ্য বিষাদ তোমা বিহনে কতটা ছিন্ন হল এই জীণর্ কুটির? জেনে রাখো বিষাদ ক্লান্তি আমায় ছুঁতে পারে না আমি শুভ্রতার; এই দেহে উল্কি এঁকে কি দেখ? বৈষ্ণব বৈরাগ্যে কতটা থিতু হল জল? দপের্ণ লাগে যদি দেহাতি ক্লেদ বিম্বিত হবে না আর সুখ নীলে ভাসা জলের সফেদ; এমন ভ্রান্তÍ পরিধানে মৃত্যু যদি আসে মচ্ছবি মোহে জীবনের মগ্ন মনীষায় জেনে রেখো, আমি বিষ থেকে আমি অনন্তের