শীত বিষয়ক শব্দ

প্রকাশ | ৩০ নভেম্বর ২০১৮, ০০:০০

আহমাদ সেলিম
রোদ বিক্রি করে সংসার চালায় সূযর্ সারারাত শেষে ভোর উদযাপন করে কুয়াশা ঘর নেই, বাড়ি নেই পল্লবে পল্লবে ঘুমায় শীতের গল্প। রোদগুলো পাখি হয়, ফণাতুলে বারান্দায় ওপাশে, কঁাঠালিচাপায় সরকারি সমাবেশ শেষে, ছাদে পাহারা দেয় তরুণীর ভেজা সেমিজ। আমি দেখি দেয়ালে ঝুলানো জলরঙের জীবন।