বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মেঘ ও রৌদ্র

শিউল মনজুর
  ১৩ মে ২০২২, ০০:০০

নীলু ও নিখিল পরস্পর বন্ধু

নীলু জানে, নিখিলের আগ্রহ

চুম্বনের তৃ?া পর্যন্তই

নিখিল জানে, নীলু এ যুগের মেয়ে

বিনুনির বদলে পছন্দ খোলা চুলের হাওয়া

নীলু জানে, নিখিলের আগ্রহ

উঠোন গল্পে চায়ের সমান

নিখিল জানে, নীলুর আগ্রহ

শহর বাড়ির চাঁদ ও ছাদ

নিখিল অবশ্য আরো জানে

নদীর জলে নেমে আসা আকাশের চাঁদের মতো নীলু

ওকে শুধু হৃদয়ে এঁকে নিতে হয়

নীলু অবশ্য আরো জানে

নিখিল হচ্ছে গভীর সমুদ্র থেকে ছুটে আসা এক একটি ঢেউ

যে কিনা সৈকতে আসার আগেই হারিয়ে যায়

ওকে ছুঁয়ে নিতে হয় দূরের উ?তায়, কল্পনায়

নীলু জানে, নিখিলের আরেক নাম রৌদ্র

নিখিল জানে, নীলুর আরেক নাম মেঘ!

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে