স্বাধীনতার দুঃখ-বেদনা

প্রকাশ | ১৩ মে ২০২২, ০০:০০

বিমল ভৌমিক
অনেক দিন পর তুমি আর আমি একান্তে মুখোমুখি বসে, তোমার নিঃশ্বাসের সুমিষ্ট ঘ্রাণ বিভোর করে, গত জীবনের প্রণয়নের প্রাকৃতিক মনোবাসনা জাগার অপেক্ষা, তবুও নির্বিকার। আদিম পিতার জান্তর রক্তস্রোতে উত্তেজিত লৌহকণিকদের কোলাহল। দ্যাখ, আবার জাগবে হয়তো বসন্তের অন্তিম নিঃশ্বাসে। ডিসেম্বরের শিমুল বনে ঝরা রক্তাম্বর মৃতু্যর প্রতিধ্বনি সেই বিগত যৌবনে যুদ্ধ জয়ের নির্মম ইতিহাস। মৃতু্যর হাতছানি শোনে কবিত্বময় রূপসী বাংলার ললনারা।