এখুনি তা বলার সময়

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

বিমল গুহ
আমরা বদল করি রূপ আমরা বদল করি সভ্যতার আদি নিদশর্ন মুখের আকৃতিও বদলে নিই কখনো কখনো এইসব দেখে দেখে মানুষের অবয়ব মুখস্থ করেছি। মুখস্থ করেছি হিংস্রতা, মুখস্থ করেছি কারো স্বভাব-বদল! যুগ-পরম্পরা এই মুখের আদল মুখস্থ করতে করতে বেলা গেছে। আর কি রয়েছে বাকি বলো? তোমাদের ছায়ামুখ বক্রাকৃতি ভঁাজ আর আমরা দেখতে চাই না কোনোদিন, এখন তোমার প্রকৃত রূপ লোল-চামড়ার ভঁাজ উন্মুক্ত করে দিতে চাই নবীন সমাজেÑ যারা আমাদের মুখমÐল দেখতে শিখেছে। আমরা এখনো রাস্তা মেপে পদক্ষেপ দিই মুখস্থ করি রাজপথের ঠিকানা, কখনো আবার সহজে মুখস্থ করি মাতৃপিতৃ-পুরুষের নাম কখনো মুখস্থ করি প্রতিচিন্তা প্রকৃতির চাকার আওয়াজ যেভাবে মুখস্থ করেছি আটচল্লিশে গণপরিষদ সভার হট্টগোল ধীরেন্দ্রনাথ দত্তের কণ্ঠে উচ্চারিতÑ মাতৃভাষার প্রথম আকুতি, একুশকে মুখস্থ করেছি ফি-বছর... আমাদের গৌরবগাথা স্বাধীনতা দিনের কথা মুখস্থ করেছি এখুনি তা বলার সময়Ñ আমাদের প্রজন্মের কাছে।