প্রতিবিম্ব

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রেজাউদ্দিন স্টালিন
জীবন এক পুুড়ে যাওয়া প্রতিবিম্ব আর মৃত্যু চা-পাতার ঘোড়া টগবগ করছে দরোজার ডেকচিতে প্রেম-এক প্রযুক্তি যা উৎপাদন করে অদৃশ্য জানালা স্মৃতি-অদ্ভুত পাঠাগার যার বই পড়ে দীঘর্শ^াস স্বপ্ন-ফেলে আসা জাদুঘর যেখানে হাওয়ার হামলায় লুকিয়ে থাকে বষাির্ত আশারা-ময়ূর পালকে স্থাপিত আগাের্সর শত শত-চোখ দুঃখ-রেশমগুটির নিচে শুয়ে থাকা ব্যাঙের আতর্স্বর সুখ-কোন এক সম্রাটের শুঁড়হীন হাতি অতীত-কেবলই স্মরণীয় স্বীকারোক্তি আর এই বতর্মান এক রক্তের সরু-রেখা যা’ আলাদা করে দেয় দিন রাত্রি এবং ভবিষ্যৎ সেই চিঠি যা’ কখনো পেঁৗছায় না প্রাপকের কাছে