অভিলাষ

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

গোলাম কিবরিয়া পিনু
আমি তো অনেক আগে আমার দু’চোখ বেঁধে ফেলেছি! আমি এখন কিছুই দেখি নাÑ তন্ত্রমন্ত্র এখন নিয়ে যায় দু’পায়ে হঁাটায়! অন্ধতার কাছে রেখে দিয়েছি হৃদয় মস্তিষ্ক তো চোখ বঁাধবার পরপরই অকেজো হয়েছে! বুদ্ধি ও বিবেক এখন পাথরÑ নাকের সামনে কী গন্ধ লাগানো এক কাঠি ধরা হয়েছে সেই গন্ধে মাতোয়ারা হলাম আমিও! কালো কাপড়ে বঁাধানো আমার দু’চোখ এখন ভোরবেলায়Ñ সমুদ্র সৈকতে গিয়েও খুলতে পারি না, সমুদ্র যে দেখবÑ সেইটুকু আগ্রহ ও অভিলাষ নেই!