কথামালা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

হাফিজ উদ্দীন আহমদ
কিছু কথা থাক জমা বুকের ভিতরে কিছু কথা থাক সেথা সংগোপনে বুকের লকারে তারে তালা মেরে ভ্রমণে কাটাও সখা এ জীবনভর অজান্তেও বলোনা প্রিয় কোন দিন কাউকেই সেই সব অরূপ কথন ফঁাকা করে দিয়ে এই হৃদয় তোমার সব আবিলতা রাখো ঢেকে যতো বৃষ্টি ভেজা ঘাস হয়ে সবুজ সতেজ কাটাও সূযাের্লাকে প্রতি দিন ক্ষণ হাটু গেড়ে বসো নাকো আর নরম নদীর মতো পুরনো তরঙ্গ থাক বন্ধ এখন।