ভাবছি কী হবে

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আবু হেনা আবদুল আউয়াল
বোবা হয়ে গেছে পাখীরাও আতঙ্কিত মানুষের মতো মুখ বন্ধ করে বসে আছে মগডালে, কী যে নিস্তব্ধতা চতুদিের্ক একটি পাতাও নড়ে না, সূযর্টা মেঘের ওপারে ঝিমায়, এক নারীদরবেশ উল্টো বসে ধ্যান করে বৃক্ষের নিজের্ন কী বিপদ কেউই জানে না জানে শুধু কিছু একটা ঘটছে অচিরাত ঘর থেকে বেরুচ্ছে না কেউ ডরেÑ কী জানি কী হয় বুঝে বা না বুঝে আমিও মাথায় হাত দিয়ে ঘরে বসে আছি ভাবছি কী হবে!?!