স্থির হয়েছে বুক

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মানস বিশ্বাস
এমনি স্থির হয়েছে বুক তাবৎ আকাশ যেন হলুদরাঙ্গা বসন্ত ব্রহ্মাÐের যতো ধুলিকণা, যতো মেঘমালা যতো শূন্যমালা সব যেন শূন্য থেকেও শূন্য এই যে এই দক্ষিণে প্রবাহিত সাগর, আরও সগর সৃষ্টির সব সাগর সবই যেন শান্তির নিঃশ্বাস। একি চলে যাবো বলেই এমন স্থির হয়েছে বুক এতো নক্ষত্রে এতো তারায় তারায়।