কখনো বৃক্ষের আশ্রয়

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

জাকির আবু জাফর
এসব পাতার দেহে অংকিত কার মুখ কার রঙে লাবণ্যময় এসব পল্লব বদন শরীরময় সবুজানন্দের আশ্চযর্ জমাট এবং জীবনের কমর্ময় চাঞ্চল্যের নিশান কী অদ্ভূত ভঙিমায় দোলে বাতাসের সোহাগ সবর্ত্র প্রাণের দোলাÑপ্রেরণার বহমান শ্যামল শিখা বাতাসের বুকে বুকে চির সবুজ জ্যোতি মাঝে মাঝে মনে হয় পাতার দেহের ভেতর জমে আছে স্বপ্নের ছটা জমে আছে কল্পনার অজস্র সুর টোকা দিলেই পাতা হবে প্রাণের সেতার পৃথিবীর বুকগুলো ভরে যাবে উল্লাসে অতঃপর বেজে যাবে সবগুলো হৃদয় বঁাশি যে সুর বষার্য় জীবন থেকে জীবনের গহনে কখনো বৃক্ষের আশ্রয় নিলেই দেখি পাতার নিঝুম চোখ আমার চোখের দিকে যেনো সবিস্তারে দেখে আমার ভেতর বাহির যেনো আদ্যোপান্ত দেখে হৃদয়ের সমস্ত আচ্ছাদন বাতাসের মতো মনের শিরায় ঢোকে পাতার দৃষ্টিরা আমার যা কিছু গোপনÑপ্রকাশ্য করে তার সব মনের অক্ষরে লিখে রাখি যার নাম যে থাকে গোপন বীণার বুকে তুলে আনে তার নামের বহর পাতার বুকের মতন আমার বুকেও জমা হয় প্রেমের শ্যামল তারই সম্ভ্রমে স্বপ্নরা দুলতে থাকে পৃথিবীর বিরল বাতাসে