অচেনা ভালোবাসা

প্রকাশ | ১৪ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. রেজাউল হক রনজু
এবার হবে দেখা তোমার সনে এক পলকের জন্য জানি শূন্য হৃদয়ে পাবো না কিছু তাই লিখলাম এই পদ্য জানি এ মিছেমিছি খেলা শেষ হবে শীঘ্র তবেই পাবে শান্তি তুমি শুনবে দিনÑ তীথের্র কাকের মতো চেয়ে চেয়ে হৃদয় হবে বিদ্ধ আমার এই বেলা কাটেনা বধূ, আমি যে আজ অন্ধ কুরে কুরে খাচ্ছে হৃদয় এক অন্তহীন যাত্রীর মতো বয়ে চলা, থেমে যেতে চায় পদযুগল, ভাষাহীন স্তব্ধ! বড় নিষ্ঠুর এই পৃথিবী এই সত্য আমি জেনেছি আজ ভালোবাসা আজ হয়না হৃদয়ে সবই নকশার কারুকাজ। এই যে, বেঁচে থাকা এ শুধু তোমারই জন্য অবিরত ব্যস্ততা, অফিস, চাকুরী, বাজার সদাই ব্যস্ত রাস্তায় হঠাৎ অচেনা কোন নারী না! সে তুমি নয়, তোমার চোখে দেখেছি নীলপদ্ম। তোমার হৃদয়ে খেলা করে না জানি অচেনা ভ্রমরের গুঞ্জন তোমার হৃদয় জেনেছি খুব খঁাটি, একেবারে সাদা তাইতো তোমায় দিয়েছি আমার নিঃস্বাথর্ ভালোবাসা।