আগুনকুসুম

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

দুখু বাঙাল
(ভিন্নমতালম্বী নিহত সৌদি সাংবাদিক জামাল খাসোগির জন্যে) বাগদত্তা হেদিসের চোখের জল আর খাসোগির রক্ত যুগলধারায় প্রেমিক শাহজাহানের তাজমহলের বিপরীতে অকস্মাৎ মাথা তুলে দঁাড়াল এক বিষাণপবর্ত যে পাহাড়ে ঘাতক ব্যাধির মতো বিষের আবাদ শুরু যে পাহাড় অসহ্য লু হাওয়ার মতো পৃথিবীময় ছড়িয়ে দিয়েছে এক বিষাদের ছায়া। সম্রাটের স্মৃতিসৌধের মতো এ পাহাড়ে ফুল নিয়ে আসবে না কেউ কোনোদিন। ষাট লক্ষ ইহুদিনিধনে পৃথিবীটা কেঁপে উঠেছিল সবর্ত্র ভয় ছিল, দিকে দিকে ছিল আতর্নাদ আর এ বিষাণ কিংবা বিষাদ বেড়ালের মতো চার পায়ে নৈশব্দ বিছিয়ে মানুষের আত্মায় ফেলে গেল দুবির্ষহ ভীতির কঙ্কর। এজিদের কনস্যুলেটের সামনে এখনো যে কঁাদিতেছে ভালোবাসার মরুপদ্মÑ হেদিসে সেনগিজ রোজ কেয়ামত অব্দি এভাবেই এখানে সে কেঁদে যাবে অবিরাম করিবে ক্রন্দন। খাসোগির রক্তের দাম কত? যুবরাজের হাজার কোটি ডলারের অলৌকিক নজরানা কিংবা তারও চেয়ে বেশি তেলের ঘ্রাণ আর সওগাতের জাদুমন্ত্রে থেমে গেল উঁচু সব শিরীষের নড়াচড়া তবু আশা, বিষের পাহাড় ঠিক ঢেলে দেবে একদিন ঢেলে দেবে অকাতরে লাভার স্রোত যে স্রোত ভাসিয়ে নেবে কুৎসিত অন্ধকার আরব ভ‚খÐজুড়ে ফুটে উঠবে স্বাধীনতার আগুনকুসুম।