প্রাণপাখি

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

প্রদীপ মিত্র
অভ্যুদয় হোক, অভ্যুদয় হোক চেতনার সুবিশাল অভ্যুদয় হোক অপরাজিত শক্তির সুমহান অভ্যুদয়। আমার দু’করতল জুড়ি আকাশছন্দের রৌদ্রকরোজল অভ্যুদয় তরে বুক বেঁধে আছি ক্রুর হতাশার বিপরীতে অনিবাযর্ অভ্যুদয় চৈতন্যেচৈতন্য শিস দেয় অমন চিক্কণ সুরধ্বনি হৃদয়মন্থন করা আকাশ পাড়ের পাড়ভাঙা কথা হঁাসের ডানার ডানায় সতত করে ঝকঝক যেন ভুবনমাঝির বৈঠা হাতে আমি জলের গজের্ন ভাঙি জলদ গম্ভীর দ্যুতি; বোধের ভেতর নাচে তার রাঙা হাতের অভয় মুদ্রা আর শরতের আকাশ-বাতাস থৈ থৈ আনন্দের তোড়ে অবাক-সবাক উচ্ছলে ওঠে হৃদয়ের তন্ত্রী। অনিবার্ণ গতি সিংহের কেশরদোলার মতোন আন্দোলিত অনুভ‚তি শস্যে শস্যে দোল খায়; কথা বলে প্রাণপাখির পাখিটি ...।