রক্তে আমার জন্মভ‚মি দোলে

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নূর কামরুন নাহার
রক্তে আমার জন্মভ‚মি দোলে রক্তে আমার সবজভ‚মি দোলে। রক্তে আমার মেঘনা তিতাস ঢোলভাঙ্গা দোলে। রক্তে আমার ইতিহাস ঐতিহ্যের দোলা রক্তে আমার জারি সারি বাউল সুরের খেলা রক্তে আমার ফুটে আছে ফুল রবীন্দ্র নজরুল রক্তে আমার যমুনা সুরমা বহমান কুলকুল। রক্তে আমার দোয়েলের শীষ কোকিলের কুহুতান রক্তে আমার হাসন লালন ভাটিয়ালি গান। রক্তে আমার নরম পলির সেঁাদা গন্ধ রক্তে আমার জসিমউদ্দীন জীবনানন্দ। রক্তে আমার অঘ্রাণের ক্ষেত নবান্নের ঘ্রাণ রক্তে আমার লক্ষ শহীদের আত্মদান। রক্তে আমার মতিউর প্রীতিলতা তিতুমীর রক্তে আমার জানেনা নোয়াতে কোথাও শির। রক্তে আমার বায়ান্ন একুশ সালাম বরকত রক্তে আমার ঊনসত্তর একাত্তরের হিম্মত। রক্তে আমার লিখেছি যে প্রিয় নাম বাংলাদেশ বাংলা আমার প্রথম প্রেম বাংলা আমার শেষ।