ফিরে দেখা সময়ের ডানা

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মিতা সালেহ উদদীন
মলিন ধুলায় যেমন করে মিশে গেছ তুমি শীতের শিশিরের মতো হারিয়ে গেছ তুমি ভোর হওয়ার আগে যেমন করে রাত শেষ হয়ে গেছে রাত নামার আগে যেমন করে শেষ বিকেলটা বিকেলের আগে যেমন করে শেষ দুপুরটা বুঝতে পারছ সেই হারানো সময়কার কথা! সে সময়টা ছিল আমার হারানো স্নিগ্ধ-শৈশব।