বঙ্গপিতা

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আলমগীর খোরশেদ
কৃষ্ণ গহŸর, সৌরজগৎ কোন বলয়ে তোমার বসবাসÑ বলো পিতা, বাংলা এখন কেঁপে ওঠে আত্মঘাতী বোমায়- জানোনি তা? জাতির পিতা, সপ্ত আসমান পেরিয়ে যদি খুঁজি- পাইপ হাতে দঁাড়িয়ে, পাবো কি তোমায় সাদা পাঞ্জাবিতে? দুঃশ্চিন্তায় মন গেছে হারিয়ে। হে বঙ্গপিতা, তোমার আদশর্ বুকে ধরে, খুঁজে বেড়াই অস্তিতে¦র ঠিকানা, বহুরূপী ভরে গেছে বাংলা টুঙ্গিপাড়া থেকে এসে দেখোনা।