কেউ কথা বলে না

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মানজুর মুহাম্মদ
শব্দের বুদবুদে তেমন শক্তি কোথায়! মনের ছিপি খোলে না। বুক পেরিয়ে শব্দের জট ভাঙে না, শব্দের গায়ে শব্দ জুড়ে না কথার অমিয় ঘ্রাণে। এখানে কেউ কথা বলে না। বুক পেরিয়ে প্রাণ মিলে না প্রাণে। কবিতা হয়, গান হয় সুরে সুরে। কথা কঁাদে চুপি চুপি অনেক দূরে প্রেম বিকেলে রেস্তোরঁায় ম ম পোড়া মিথ্যে ওড়েÑ কাবাব জুড়ে বুক শহরে কথারা মরে নিবার্ক ঘুরে ঘুরে। এখানে কেউ কথা বলে না। যেমন পাখি বলে, বৃষ্টি বলে, গাছের সাথে পাতা বলে ঢেউয়ের কানে পানি বলে।