প্রতীক্ষা

প্রকাশ | ২১ ডিসেম্বর ২০১৮, ০০:০০

মো. রেজাউল হক রনজু
এখানে কেউ নেই, মেঘলা আকাশে ঢেকে থাকা একটি চঁাদ দূর দিগন্তে যত দূর চোখ যায় নিঃসার নীরবতা, এখানে নীরব কণ্ঠে গেয়ে যায় একটি কালো পাখি, অধীর প্রতীক্ষা, কার জন্য? সময়কে সাক্ষী রেখে একটি গোলাপ সৌরভ ছড়িয়ে ঝরে গেল! কেউ নেই, তবু ভেসে আসে প্রিয়তমার মুখ, জলে ভেজা দুটি চোখ অধীর প্রতীক্ষা, অবিরত রাত্রিজাগরণ, তৃষ্ণায় ফাটে বুক, তবুও কিছু আসে যায়না, একদল বাদুড় মাথার উপরে ঘুরছে, অন্ধকারে মগ্ন পৃথিবী, মৃত্যুর ঠিক পূবর্ক্ষণ কেউ জানেনা কেমন, তবু ভাবি বেঁচে থাকা নেহাত মন্দ না; যদিও প্রিয়তমা ঠেঁাট রাখে না ঠেঁাটে বাহুতে জড়ায় না বাহু, রাখেনি কথা বহুবার, শতবষর্ পেরিয়ে গেলেও বলবে না ভালোবাসি; এ কেমন ভালোবাসা, ক্ষণিকের ফিরে আসা তবে কি নিবোর্ধ আমি না জেনে দিয়েছি তপ্ত হৃদয়ে ভালোবাসা।