একই অঙ্গে বহু রূপ
প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০২২, ০০:০০
মো. সাইদুল ইসলাম
দেখেছি অনেক মিছেমিছি খেলা
দেখেছি বহু অভিনয়
অতিষ্ঠ জীবনের অভীষ্ট লক্ষ্য
কখনোই পুরিবার নয়।
সবই দুর্লভ, ধোঁয়াশা, দুরাশা
সবই ধূম্র মায়াজাল
ললনার ভ্রূকুটি ছলনার কুজ্ঝটি
সবই পাতানো চাল।
মিথ্যা আশার আলো সে তো
স্বপ্নে দেখার সুখ
বাস্তব যে তা কঠিন কঠোর
পাষাণে বাঁধানো মুখ।
মিছে হাতছানি, কুহেলিকা পূর্ণ
মিছে মায়ার আহ্বান
ভ্রান্ত বাসনা, গায়েবি গুজব সব
অলীক আলেয়ার সমান।
সুন্দর সেতো নহে সুন্দর
যার অন্তর শুভ্র নয়
শূন্যতাকে ঘিরে বিষণ্নতা নিয়ে
কেই বা বাঁচিতে চায়।
কোজাগরি রাত আর অমারজানী
রাতের ভিন্ন দুটি রূপ
একই অঙ্গে বহু রূপে দেখি
মানবের নানা স্বরূপ।