আপন ঠিকানা

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

নাহার ফরিদ খান
বয়সী বটবৃক্ষ মাথা নেড়ে নেড়ে কি যেন বোঝাতে চায় বারেবারে লীলাবতী সময় কি খেলায় মত্ত! অলক্তরাগে যখন সাজে গোধূলি একা একা পান করি বিষণœতা। গোছাতে চাই সকল অসংলগ্নতা পারি না। ব্যথর্তা খামচে ধরেছে বুকের ভেতর। মরচে ধরা এই জীবনের রং মুছে মুছে ক্লান্ত এখন। করুণায় ডুবিয়ে মুখ হে ঈশ্বর নতজানু হয়েছি বারেবার। মানুষের সংকীণর্তায় প্রগাঢ় বেদনা নাতিশীতোষ্ণ সম্পকর্ তবু রয়। শব্দের ব্যবচ্ছেদে কাটে অনিদ্রাপ্রহর, পাদটীকা আর পুনশ্চে গড়া জীবন একদিন পেঁৗছে যাবে আপন ঠিকানায়।