জলমেঘ ধানের হাসি

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রবীন্দ্রনাথ অধিকারী
অগ্রহায়ণের বিষণœ বিকেলের রোদে ধূসর মাঠে জ্বলে যেন নীড়ার আগুন আইলের উপর দিয়ে হেঁটে যায় পাললিক হাওয়া মাঠ ঘুঘু উড়ে যায় প্রান্ত থেকে প্রান্তেÑ নিষ্পলক চেয়ে থাকে তার দিকে রোদের শরীর ভাবে যদি বুনোঘাস করে থাকে নবান্নের নিমন্ত্রণ তবে কুমড়ো ফুলের বড়া খেয়ে মিটাবে সে স্বাদ শষের্ শাকের ঘেটো খেয়ে পুষ্ঠ করবে উদোরজমিন তারপর সবুজ পাতার সাথে নিমগ্নসঙ্গমে সে খুঁজে নেবে আহলদিত সুখ গাঙচিল উড়ে গেলে আকাশের গায়ে গায়ে রাতভর হেমন্তউৎসব, দিনভর জল মেঘ ধানের হাসি!