তুষার দ্বীপের কাছে

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রওশন মতিন
তুষার দ্বীপের কাছে যাবো- ঝরা পাতার গৈরিক নিঃশ্বাস হয়ে, মেরু-মরীচিকা পথের সীমানা পায়ে দলে বুকের তিমিরে এক টুকরো আগুন জ্বেলে, যাবোই যাবো সেই অপরূপা রূপকন্যা- শ্বেত-শুভ্রা অনন্যা অচেনা রূপসীর কাছে, যেখানে তুষার-গোলাপ ফোটে থরে থরে- সরল নিষ্পৃয়তায় নিজের শেকড়ে বেড়ে ওঠে অপরূপ নিখাদ শুভ্রতায় অন্তরের গহীন অন্তলোের্ক, কেউ কেউ অঁাচড় কাটে ওর বুকে, পবিত্র ধ্যানে, যদিও মিথ্যার প্রতিলিপি মুহ‚তের্ই মুছে যায় গলিত দ্রবণ হয়ে ডাস্টবিনে, চোরাখাদে।