সোনারগঁা কবিতা পাঠ করছে

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রহমান মুজিব
বিলাপের ডায়াসে কবিতা পাঠ করছে সোনারগঁা গোধূলির কুসুমে ছড়িয়ে পড়ছে আবৃত্তির জন্ডিস বিকেল নড়ছে তার মজা খালের দুল, কালো ধেঁাওয়ার চুল অসুস্থ সোনারগঁা সবুজ চায়, নদী চায়, পাখি চায়; পাতায় পাতায় ঘর হবে পাখিদের, বিকেলটানা সোনাবিবির সিঁথি প্রতিক্ষা হবে ঈশাখঁার প্রকৃতিশেষ, মাঠপোড়া, বিচ‚ণর্প্রতœ মন্ত্রমুগ্ধ হয়ে আবৃত্তি শুনছে সোনারগঁা পাঠ করছে হাজার বছর কিংবা তারও বেশি পাঠ করছে সবুজ টোপর পরা চন্দনগ্রাম, প্রাচীন জনপদ সরব করে যাওয়া ইতিহাসের আলোকধূলিতে আলোকিত সোনাঝরা চরের মসলিন সোনারগঁা বঁাচতে চায়, থিরথির তারার আলোয় তার স্বপ্নবন্ধক ভালোবাসার শিরোনামে তার কবিতা