আকাশসীমা

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

জাহিদ হোসেন
কত শিশির কুড়িয়ে ভালোবাসা এনেছি পাঠিয়েছি কত লোনা জলের হলুদ চিঠি প্রেমের নামতা মুখস্থ করে ছড়িয়েছি জামদানি প্রেম, বৈশাখী জলে- সমুদ্র নিজের মনে জড়িয়ে ধরে সকালকে ঢেউয়ে ঢেউয়ে- আলোর ঘুম ভেঙে গেলে আঙুলে জড়িয়ে থাকে ফাল্গুন রুপালি স্নান সেরে। ভালোবাসার আকাশ সীমা ছাড়লে তোমার জন্য সমুদ্র পাড়ি দেবো।