দুঃখবতী নীল বেদনা

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

রোকেয়া ইউসুফ
উৎসগর্ : কবি মোশাররফ হোসেন ভ‚ঞা তখন তুমি কবিÑ দুঃখবতী নীল বেদনার আকাশ নিলে বুকে তখন তুমি গৃহীÑ গৃহসুখদ মোহন কণায় অঁাচল দিলে ভরে কমর্ ঘমর্ নিষ্ঠাচারে অটল প্রভাকর যখন তুমি দেশ ও দশের শানিত খঞ্জর তখন তুমি সুহৃদÑ রোদে পোড়া প্রাণে নিয়ে প্লাবন জোছনা হৃদয় হেমে মধুপ্রেমে বাধো অনুক্ষণ মায়াবী বন্ধন ভাই বন্ধু সতীথের্দর উচ্ছ¡াসে অঙ্গনে! মুক্তহস্ত যখন তুমি উদার নভঃপ্রাণ ছায়াবৃক্ষের শীতল ছায়ার সিক্ত ধরাতল প্রীতির পরিমল নীহারিকায় এখন তোমার যুগল মোহনা অশ্বক্ষুরধার যখন নিষ্ঠুর নিয়তি নিয়ে গেছে ধরিত্রীর নাড়িছেঁড়াধনÑ ভিজায়ে ভোরের শুভ্র কুসুম অমল বসনা।