নস্টালজিয়া

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০১৮, ০০:০০

আদ্যনাথ ঘোষ
এখনও কি দঁাড়িয়ে আছে সেই আগুনঝরা কৃষ্ণচ‚ড়া অবিকল আগের মতোই যে ছিল কালের সাক্ষী, হাজার কথার ছলে হাজার অনুরাগে সিক্ত গঁাথা মালায় সেই রক্তলাল থোকা থোকা রোদ্দুর মনহারি ফুল বসন্ত ফাগুনের সেই মাতাল মহুয়াতলা, সেই সব রঙিন স্মৃতির যৌবনা উঠোন ঝরাপাতার মতো উড়ে কী গ্যাছে বিস্মৃতির আঙিনায় একদা সেখানে রোদ্দুর ছিল, ভালোবাসা ছিল, আকাশ ছিল ফুল পাখি নদী আর গভীর সুখের দুপুর বহতা নদীর মতো কলকল বহমান ছিল আজ সেই সব চুলখোলা নদী, সোনালি রোদ্দুর অনুরাগের বঁাধন ঊনুনের আগুন হয়ে জ্বলে কী নিশিদিন আমার সবুজের রং, আমার সোনালি সকাল আমার সাতরঙা প্রজাপতি সবকিছু আগের মতোই আছে নাকি চলে গেছে কালো প্রজাপতি হয়ে বহুদূর দেশে।